Support Us or Donate Some Love for Us
লেখকঃ তামীম দারি
এস এস সি’২০
বগুড়া জিলা স্কুুুল, বগুড়া
……
আমি মানুষ,আমি সুখ খুঁজে বেড়াই টাকার গন্ধে।
আমি মানুষ,আমি সুখ খুঁজি কুমারি রমণীর দেহে।
আমি মানুষ,আমি সুখ খুঁজে বেড়াই দালান কোঠার খাঁজে।
আমি মানুষ,আমি সুখ খুঁজি অসৎ পথের মাঝে।
আমি মানুষ,আমি সুখ খুঁজি অজানা খানা খন্দে।
হঠাৎ এক অচেনা জন এলো,আমায় শুনালো নতুন সুখের গল্প।
সুখ নাকি রয়েছে নিজের তরে,তারে খুঁজিবার কিছু নাহি।
আজি সে কবি বলিয়া তাহারে করেছে দাবি।
সুখ নাকি রহিয়াছে মানুষের সুখে, জানিতে পারিয়া
কথা খানি বিধিল বুকে।
অপরেরর সুখে যদি খুঁজে পাই নিজের সুখ,
তবে আজ আমরা কি খুঁজিয়া উন্মুখ!!
সেদিন হতে আমি নিজে সুখি মানুষ,নাই কোনো দুঃখ।
মানুষেরে শুনায়া বেড়াই প্রকৃত সুখের গল্প।