Support Us or Donate Some Love for Us
লেখক: নাজিমুছ সাকিব
এস এস সি’২০
বগুড়া জিলা স্কুল, বগুড়া
কাজল কালো সেই নয়ন জোড়
গোলাপ-রাঙা সেই ওষ্ঠাধর,
শিহরণ জাগানো সেই উষ্ণ স্পর্শ
অনুভূত হয় আজও ৷
মায়াভরা সেই বদনখানিতে
লজ্জাস্নাত সেই অমায়িক হাসি,
ঈষৎ ভেজা চুলের সেই নেশাতুর ঘ্রাণ
স্মৃতির পাতায় এখনো রয়েছে অম্লান ৷
অসহ্য বেদনায় ছিলে তুমি অচেতন
কেই বা জানতো তখন ?
শ্রেষ্ঠ উপহারটাই বয়ে আনবে বিষাদময় জীবন
ছেড়ে যাবে তুমি এই অনিন্দ্য ভুবন ৷
আজ এই বিষন্ন বিকেলে
নেই তুমি আর পাশে,
কেনো জানি না ইচ্ছে করছে
ভিড়তে তোমার দেশে ৷৷