Loading...

অলস-অসহায় সময়

Support Us or Donate Some Love for Usএ বাড়ির টিভিটা নষ্ট হয়ে গেছে
জীর্ণ সময় আর আধ-ভাঙা দেয়ালে
ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা এ বাড়িতে তাই
নতুন খবর আর পৌঁছায় না।

শহরে নতুন এক উপদ্রব
করোনা নামে এক ভাইরাস এসেছে
ভাঙা বাড়ির সেকেলে মানুষগুলোও এখন সতর্ক..
আধ বয়েসী কেরানি বাবার
বন্ধ অফিসের নিচে জমা মানুষের লাইনের মতোই
সরল সোজা এ বাড়ির মানুষের দুর্ভাগ্য রেখা

নিত্যনতুন আপডেট বা ত্রানের চুরির খবর-
এদের কোয়ারেন্টাইন জীবনে কিছুই ছাপ ফেলে না
জমানো টাকাগুলো অক্সিজেনের মতো শেষ হয়
অভাব আর সাহায্যের মাঝে প্রাচীর গড়ে লজ্জা আর অস্ফূট অভিমান

বাবার ক্লান্ত হাতে উঠে আসে
মেয়ের জমানো টাকা
ছেলের সিগারেটের ফান্ড
আর মায়ের গয়না

পাতার পর পাতায় হিসেব মেলানো
দশটা পাঁচটার হাতঘড়ি গুলো থেমে গেছে
জীবন রূঢ় বাস্তবতার সামনে ক্লিষ্ট
মধ্যবিত্ত বাবার সামনে রাখা ব্যাগের শেষ চালগুলো সাক্ষী দেয়,
আজ পৃথিবী ভালো নেই

আচ্ছা,ভাইরাসের প্রতিষেধক কি ভাইরাস?