Loading...

মহামারী

Support Us or Donate Some Love for Usবছরটা শুরু হলো খুব তাড়াতাড়িতে
ভালোই তো ছিলাম জানুয়ারিতে।
হঠাৎ কি যেন হল মার্চে
থমকে গেল দেশ, নিস্তব্ধে।

আস্তে-আস্তে কি যেন ছড়িয়ে যাচ্ছে সারাদেশে!
পৃথিবীও যেন থেমে গেছে তার কবলে পড়ে।
সবার যখন এই অবস্থা আমি হলাম দেবদাস,
পড়ালেখা বাদ দিয়ে খাই দাই আর করি শুধু নাচ।

ছেলে মেয়েদের পড়ালেখা নেই
ব্যস্ততা শুধু মোবাইলে,
জানি না কবে রেহাই পাবো আমরা
এই মহামারী থেকে।