লেখা জমা দেয়ার পদ্ধতি
-
- নামের ফিল্ডে তোমার নাম লিখ
- ই-মেইলের ফিল্ডে তোমার ইমেইল দাও
- তোমার লেখার বিষয় দাও
- তোমার স্কুলের নাম দাও
- তুমি কোন শ্রেণিতে তা লিখ
- তোমার প্রোফাইলের সাথে তোমার ফেইসবুক আইডি যুক্ত করতে চাইলে তোমার ফেইসবুক আইডির লিঙ্ক দাও (শুধু নাম দিলে আইডিটি খুঁজে নাও পাওয়া যেতে পারে)
- ‘লেখা’ টেক্সটবক্সে তোমার লেখাটি পেস্ট করো
- অথবা Choose Files অপশন চেপে লেখাটির doc ফাইলটি সিলেক্ট করো
- যদি লেখা বা ডক ফাইল দিয়ে থাকো তবে চেক বক্সে ক্লিক করে অবশ্যই নিশ্চিত করো যে তুমি লেখা জমা দিয়েছো।
- Send বাটন চেপে ফাইলটি আপলোড করে দাও।
ব্রিঃ দ্রঃ নাম ও ইমেইল দেয়া অত্যাবশ্যক